Wednesday, December 31, 2014

PK and some religious Stupid

 
I am a big fan of Aamir Khan. Most of the time when he do movie he come up with a entirely new Idea. He changes himself totally as his movie demands. Recently his new movie PK released. And like the other time his fans become crazy to watch the movie. But mixed reactions are coming. Mixed in two ways, about the quality of the movie and second is the topic of the movie. It was expected that as the topic is religion controversy will come.
Let’s talk some points about the situation.
About the movie I can say it could be an extremely unique and superb movie if “O My God” was not released. The concept is similar to that but the presentation is different. OMG showed the religious stupidity from an atheist point of view but PK showed from a believer’s point of view more precisely from a zero knowledge person’s view. In this sense OMG was arguing with religious leader but PK is just asking question about religious stupidity. In spite of the commonness of the two movies PK is still an excellent movie realized in Bollywood.   
Coming to the second point. The religious controversy. It is very much expected in India. Here people just need anything to talk about anything to agitate about and anything to show their power. Especially when it is religion you can be sure there will be protest even when people don’t understand what is the point.
  In this movie there was no vulgar thing which can be excluded form the movie. Still people are demanding ban on PK. This only happen when your belief or faith or base of your religion is so poor. PK just raised some question about religion and GOD. Even it didn’t claim that GOD doesn’t exist which was claimed in OMG. If you have answer why will you be worried about? Religious people think that faith of GOD will decrease due to this movie or if somebody raise question. Its totally funny and illogical thinking. If some theory or idea really have base or logic it will sustain forever by the power of its own strong reasoning, Just a question will not nullify it. The reverse is true if some question have answer the answer become stronger and stronger after each time it is answered. If religious beliefs and customs are true then why they fear of questioning? Then shall we come to the conclusion that PK is right? They are based on very weak reasoning and illogical even to answer to a brainless (not preoccupied with thoughts like PK) person?
  No matter how many time people raise the question about the first law of Newton it will remain same and people will not withdraw their faith on it. Even after 1000 time questioning if it is proved wrong the law will change. No one will still claim that Newton’s law is correct. We know Einstein is a Star in Science field. But some days before people raised question on his relativity theory by an experiment. The whole science world welcomed the question. No one told that why did you do that experiment? You have bad intention to show Einstein down. We shall burn your home. We shall attack the office from where the grant of the project was provided, or we shall destroy the printing machine from where this news was printed. Everybody accepted this experiment. Unfortunately the experiment was proven wrong but that is different story.
But the case of religion is different. You raise a question (no need to prove them wrong) and you are gone. You prove them wrong, even if they have no supporting logic in their favor they will still believe whatever they used to believe. Neither they will take a step to ask the question to themselves and start finding the answer.
The only answer religious people have to any religious question is to delete the question. And they prove that all questions are answered. Very good idea.  If there is no question left it proves that all questions are answered !!!
 Some claver people claim that religion is a lifestyle. So attacking or raising question against religion is like insulting them. No one have right to insult somebody’s religious belief. This is also a very weak argument. Actually no nonreligious people is needed to insult the religious people. Religious peoples are insulting themselves day in and day out, all the moment.
 Didn’t get?
Let me give an example.
Most of the time the rules and rituals are so different from each other. So if you practice one strictly you will automatically hate others or insult others. Being a religious person you have no other choice than insulting others (if you follow all conducts of that particular religion).  
A Muslim believe that idol worshiping is wrong. But Hindus think that it is ok as long as you take the idol just to imagine GOD (I heard this argument many times). Now if a Muslim really loves or believe in his/her religion can he/she praise Hindus? Certainly they will hate or/and criticize Hinduism (openly or secretly).
A Hindu person thinks that eating Cow is sin. But in Muslim/Christian religion eating halal Cow meat is allowed. Now can a Hindu person love Muslim in this point? They are bound to criticize/attack /insult Islam/Christians if they are true Hindus at least on this point.
These are just two examples which shows that the seed of hate is hidden nowhere other than inside the religion itself.  
Now the question is when one religion ask question about others its not a problem for the religious people. In this case either they will ignore the question or will spread a false religious brotherhood among religion to save each other. And just when a third party being nonreligious ask the same question (remember PK was alien, he had no religion) it become insulting to the religious leader.
 It is really unfortunate that a great and diverse country like India, where from very ancient times different opinion used to come have lost the tolerance. Remember the Buddhists and Jains. They don’t even believe in Creator/GOD.  Still they are welcomed and nourished/ practiced by millions of Indians.
Question never threats the answer if there is answer. It is the ignorance of the question which threats the existence of answer. So I hope people will understand a single movie will not even make a scratch on their religion if they are true. Do not attack on any thoughts because people/property dies after attack but thoughts never die they become stronger and stronger after every attack.
Come out of Religious Stupidity you will find the truth.

Wednesday, December 24, 2014

Religion - More Powerful than GOD.


We Indians just need any excuse to enjoy. From my very childhood we used to celebrate Christmas in home. Of course as a non Christian family we didn't know any rituals. Even we didn't know the exact incident why we are celebrating it. We just knew that something great happened in this day around two thousand years ago and we have to eat Cake. And we become so happy. Every year in this day if I didn't eat cake it was like the end of the world....
After coming to Korea first time I saw church. I was exited to see inside. And some great people invited me to church. I was very happy to go with them. I was about to remove my shoes before enter to the church as we do in temple. They told you don't need. I was expecting to see Jesus statue and offering prayer. But they took me to another room (Another room in a worship place !!! was new for me, as I saw only one room in temple) where it was fully equipped with audio-video systems. I was surprised. They asked my language and started a documentary about GOD and religion. Specially try to prove there is GOD and he allow only one religion.
It was a mind shaking incident for me. In temple I never saw the priest is giving lecture on GOD. We all know about GOD. And specially we know dosent matter which religion we are from just pray to GOD and he will listen to you. We call GOD in different name but he is one and everybody will reach to him by there good deeds.
It was the first time I knew Jesus is not mine. This was first time I knew there was something more than GOD what I used to know. That is religion. This was the first time I knew I am the second class religious people from someone's point of view. This was the first time I knew that I shall not reach to GOD even I do best in my life.
After that I came across many religious people all claiming that their path is the only path. My heart was broken.
Now a days Christmas comes and goes. And somewhere in some corner of this globe a boy don't feel to eat the cake and celebrate the birthday of a great person born two thousand years ago.

Wednesday, November 26, 2014

ছদ্ম নিরপেক্ষ

প্রিয় আনন্দবাজার পত্রিকা,
                                       প্রথমেই বলে রাখি আমি তোমার প্রতিদিনের একনিষ্ঠ পাঠক। সেই ছোটবেলা থেকে। হয়ত ঘরে আসত বলে ছোটবেলায় আমার কাছে বাছার আর কোন সুযোগ ছিল না। তবে যত বড় হতে লাগলাম তত আমি আনন্দবাজার এর ভক্ত হতে লাগলাম। সকালবেলায় আনন্দবাজার না পেলে যেন মন ভরত না। বাংলা ভাষায় যতগুলি দৈনিক পত্রিকা আছে তার মধ্যে ভাষা, পরিবেশনা, আর উপস্থাপন এ তর্কাতিত ভাবে সেরা খবরের কাগজ। লক্ষ লক্ষ আরও পশ্চিমবঙ্গ বাসীর (বা প্রবাসীর) মত আমিও বিশ্বাস করেছিলাম যে "আনন্দবাজার - পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়।"
  অনেক বয়স পর্যন্ত খেলা আর বাকি সামাজিক খবর, দুর্ঘটনার খবরই আমার চোখ কে আকর্ষণ করত বেশি। কারন না আমি খুব একটা ইতিহাস জ্ঞান সম্পন্ন ছিলাম না রাজনৈতিক ভাবে সচেতন। বিশেষ করে রবিবাসরীয় বা অন্যান্য অতিরিক্ত পাতা তো খুবই টানত আমাকে।
  ধিরে ধিরে যত বড় হতে লাগলাম, আস্তে আস্তে একটু আধটু ইতিহাস বা রাজনিতির জ্ঞান বাড়তে লাগল। আর বুঝতে শিখলাম সব পত্র পত্রিকার খবর পরিবেশনার সাথে সাথে আর একটি দায়বদ্ধতা আছে। তা হল নিরপেক্ষতা - বিশেষ করে রাজনৈতিক নিরপেক্ষতা। বিশেষ করে সংবাদপত্রের কাজ খবর পরিবেশন করা,  মতামত দেওয়া নয়। আর তখনই প্রথম আঘাতটা লাগল।

 
 যাকে আমি সেরা সংবাদপত্র বলে ভাবতাম তার রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখে খারাপ লাগল। কিন্তু অনেক মানুষের মত আমারও এই পক্ষপাতিত্ব অনেক দিন চোখে পড়ে নি বা আমি অনুভব করি নি।  কারন আনন্দবাজার পক্ষপাতিত্ব ও করে খুবই সুচারু রুপে, সাধারন মানুষের দৃষ্টিতে যা অনেক সময়েই ধরা পড়ে না।  বাকি সংবাদপত্রগুলি সব সময় একই দলের পক্ষপাতিত্ব করে। তাই সবাই বুঝতে পারে যে কে কোন দলের হয়ে বলছে। আমার মনে হয় সেটাও এক দিক থেকে ভাল। কারন পাঠক প্রস্তুতই থাকে যে কি রকম খবর সে আশা করে। আর তাই যখন সে খবর পড়ে তখন মনে মনেই ফিল্টার করে ফেলে খবরকে। একটা আন্দাজ করে নেয় যে আসল খবরটা কি হতে পারে। গনিতের ভাষায় বলতে গেলে “বিচ্চুতি” বা “Debiation” সব সময় এক থাকে।
  কিন্তু আনন্দবাজার সুচারু ভাবে সব সময় রঙ বদলায় ঠিক গিরগিটির মত। যখন হাওয়া যে দিকে তার হয়ে লেখায় আনন্দবাজার সিদ্ধহস্ত। তাই আনন্দবাজারের নিরপেক্ষ হীনতাটা সাদা চোখে ধরা যায় না। এই ছদ্ম নিরপেক্ষতা সোজা পক্ষপাতিত্বের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ভেতরের ব্যাপার আমার জানা নেই যে এর থেকে আনন্দবাজার এর বিক্রি বাড়ে না তারা রাজনৈতিক দলের কাছ থেকে টাকা / বাড়তি সুযোগ সুবিধা পায়? বা শুধুমাত্র জনপ্রিয়তার জন্য এরকম করে? কিন্তু এতে জনগনের ও দেশের অনেক ক্ষতি হয়।
আমার মনে আছে যে যখন শেষ বার এর জন্য বামফ্রন্ট সরকার জিতেছিল পশ্চিমবঙ্গে তখন আনন্দবাজার খোলাখুলি সি পি এম এর বিরুদ্ধে লিখত। তখন সি পি এম যাই করুক না কেন তার কোন ভালই আনন্দবাজার দেখতে পেত না। আবার সেই আনন্দবাজারই সিঙ্গুরে কারখানা গড়ার বিরুদ্ধে যখন মমতা অনশন শুরু করে তখন হঠাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের একদম গুনমুগ্ধ ভক্ত হয়ে উঠল। তখন পাতার পর পাতা বুদ্ধস্তুতি। জানি না কেন হঠাৎ আবার রঙ পরিবর্তন করে কিছুদিনের মধ্যেই আনন্দবাজার মমতার জয়গান শুরু করে। মমতার জয়ের পিছনে অনেক কারনের মধ্যে আনন্দবাজার ও পড়ে। জনমত গড়ে তোলার ক্ষেত্রে। সর্বশেষ খবর অনুযায়ী আপাতত আনন্দবাজার বি জে পি তে মজেছে। প্রতিদিন খবর এ শুধুই বিজেপির জয়গান। এখন মমতা যাই করুক না কেন (আমি দাবি করছি না মমতা সবকিছু ভাল করছে) দু চারটে মমতা বিরোধী প্রবন্ধ তো থাকবেই। জানি না পরে রাজনৈতিক পট পরিবর্তন হলে আবার কার দিকে ঝুঁকবে আনন্দবাজার।
  একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে লক্ষ করার আছে। সরকার খারাপ কিছু করলে খবর বিভাগে তা দেখান কখনই নিরপেক্ষহিনতা নয়। কিন্তু সম্পাদকীয় বিভাগটি সম্পূর্ণরূপে ব্যাক্তিগত মতামত। তাই সেখানে কিছু লেখা হলে ধরেই নেওয়া যায় যে সেটি খবরের কাগজের বর্তমান অবস্থান।
প্রিয় আনন্দবাজার, খুবই মর্মাহত মনে একজন সাধারন পাঠক হিসাবে তোমার কাছে আমার মিনতি নিজের নিরপেক্ষতা এই নির্লজ্জ ভাবে খুইয়ো না। অনেক আশা রাখি তোমার কাছে। এতো অভিযোগ এর পরও কাল থেকে আমি তোমার ই পাঠক থাকব। তাই এমন কাজ কোরো না যাতে তোমার উপর ভরসা উড়ে যায়। সেটা কিন্তু তোমার নিজের খ্যাতির প্রতিই অবমাননা হবে। নিজের কলাম এ সকলকে তার কার্যভার মনে করিয়ে দেওয়া অনেক সোজা, সেই কাজটি এবার নিজে করে দেখালে যার পর নাই খুশি হব। এই বিদেশ বিভূঁই এ বসেও ইন্টারনেটে সকাল সকাল anandabazar.com এ ক্লিক করতে যেন হাত না কাপে সেই ভরসা বজায় রাখার দায়িত্ব পালন করবে এই আশাতেই প্রতিক্ষা আর পর্যবেক্ষণরত রইলাম।
                                                                                                                                                                            ইতি,
তোমার গুনমুগ্ধ ও হৃদয় ভারাক্রান্ত পাঠক

সন্দীপন।


কোরিয়া
২৬/১১/২০১৪ 

Saturday, September 13, 2014

Positive Life - Happy Life

I have a very bad reputation. I cannot see tensed people. And I cannot remain tensed for long time. Every time I see any tensed people I start giving "lecture" to him/her. No matter what is the relation with them. I cant stop me giving some advice to them. Slowly I am feeling people are starting avoiding me. Who want to listen unnecessary lecture specially when they are down?
  I came up with a brilliant idea. What about writing something about it?  I know I am not the only person who think positively in life or it is also not true that I never get depressed. But it is true that in my short life I faced many problem, doesn't matter how small is it I came out fully or partially with some funny and simple but effective ideas. Now I have no idea what I am going to write, because I forgot many of the situations in my life and strategy to be happy depends on the particular situation. But lets write it. No matter how bad it would be.
First of all I am not going to write how to be successful. I am going to right how to be happy by thinking positively.
I know exactly when I start thinking positively in life and I know exactly when I felt that I can be happy for ever. I know exactly when my life took the most important turn from a successful person to a happy and confident person.
It was a night when one of my most important result was to come out. The medical entrance test. I dreamed to be a doctor from my childhood. I tried it once when I was a student of XII class. But I failed. I remember I could not sleep the whole night. I was thinking and thinking and thinking. I was actually crying. But somehow I got up in the morning, started studying again and determined to take the exam again and clear. The night I am going to say is the result day of the second attempt. Those days internet was not much available. So I had to go to my district town. I was waiting in so much anxiety. With me I had another friend who was also same state like me. We both spent one year only to prepare for this entrance test. So already we are one year behind in career compared to our own batch met. Finally we went to a internet café and input our roll numbers. And the result was negative. Both of us failed.
  Magic happened in this moment. My friend asked how can you tell to your parents about the result? Suddenly I felt the same question how can I inform this to my parents? I am the only hope they have. This is my last chance to fulfill my dream. My whole life will change after this.
  But practically what happened is opposite.  I went to a public telephone booth (Oh yes, I didn't have a cell phone those days), dialed out house no.
 My dad's voice. "What happened?".
 A heavenly calm voice of me "I didn't get it. I am coming home".
We both were surprised. How can I take this so easily? I don't know how it happened. I could not believe was it my voice.
I could not return to my home that night. The last bus to our city already left. We stayed in one of our friends room. We were talking whole night.
 He asked "How can you talk to your house so easily".
 Now I thought how is it possible. I replied " See first of all this is just an another exam of life. Secondly, previously the whole world was for us was leading to only one path. Success for us was just one definition. That is to be a doctor. But now the whole world is open for us. We can be whatever we want to. We can go anywhere and it will be our journey. No matter where we reach it will be our destination and it will be a success."
  My way of life changed from that day. I remember a line from Rabindranath Tagore. "I went to the tree in the morning. Many beautiful flowers were there under the tree which fall down during the whole night. I was busy with selecting the best one and I missed the beauty of many flowers." I know it is not the exact translation what the line said. But the core idea of this line is many times we get pain just because we remain busy to find the best one. And meanwhile we overlook the beauty of the things as a hole.
  For me the best way of enjoying life is to enjoy everything. It is an exercise to be able to enjoy small things. I have friends who asked me when I took to a mountain or sea "what is there to see?".  Yes some people are there who cannot see even a whole mountain or see in front of them. I feel hard time to them how to teach them how to feel. I don't know which nerve controls our feelings. If I could I would tune that nerve.
  Do not always judge things as good or bad. Take it as a description. Look at the fine detail of it. You can add more color to your life.
 Most often we mix our happiness with our professional success. Of course professional success is  one of the most vital point to stand strongly. But it is not the only thing which can give us pleasure. It is the part of life and the whole life contain much more.
  One important thing to judge your self is how you behave in a difficult situation. I saw many people claim that they are cool. But I saw them getting crazy in a tough situation. Of course it is natural thing. But the real test to be cool is how you behave when nothing is going to your plan.
I told it is an exercise how you can be stable in a difficult situation.
  There are two aspect of it. One is the practical way to do it. For example you have exam ahead. So the practical way is study hard. Plan for it. Prepare for it.
The second aspect is the mental. I am more interested to talk about it. Most of the people are afraid of failing or getting less marks. And they stop studying and finally they ruin the opportunity they had. But if people think positively they can see that their position is not that worse what they are thinking. At least the remaining time will help them for preparing. Thermodynamics says the more the temperature of the machine the less is the work done. The same way the more a person get tensed the less is the work done. I had a practical experience for this. I want to tell you how I did it. May be it will help others.
  When I was giving the part I exam of my college (According to our that time regulations we had to write a exam at the end of two years of study in college. It was called Part I), I felt that I didn't study much. Only 3 months was remaining to prepare. That time I had two choice. Either give up or took it a challenge. I told myself  "why don't I take the challenge? I have option not to write the exam up to last moment. So I started reading books. I decided if I think about the whole syllabus then I will be scared. Literally the syllabus was very vast. I divided the whole syllabus in 30 fragment. Everyday in the morning when I used to get up I looked only one fragment which I had to complete that day, Nothing more. I didn't change the get up time from bed. usually I am a late riser. Still I didn't change the habit purposefully. So that some thinking don't come to my mind that I am doing something special. First day it was tough. But at the end of the day I was happy. I could finish that day's segment. Slowly second third and many more days passed. Suddenly I noticed I already covered the half of it. And surprisingly the more day passed my concentration increased and I could finish it more easily and some time I could cover 2 days study in 1 day. I was amazed with the change of my efficiency. Believe me I am the most ordinary student. Still it happened to my life. And finally I finished the whole syllabus before 2 weeks of my target.
This is how we can solve a problem by cutting it down in small fragments. Any problem doesn't matter how complicated it looks we can solve by simple equation. Those who study mathematics knows this, any complex equation finally we solve by some simple basic solution.
The second aspect of it as I told I am more interested to say, is the mental game here. I joy I got during those three months was enormous. Don't think that I had no other problem that time. My father was sick that time. And I had to give lots of time for him. Also when your father is sick you feel it.
But beside all of I was very happy, I was very satisfied. I was not happy because I shall get good marks in the exam. I was satisfied because I did my best what I can do. After finishing my job with my highest efficiency and honestly I was literally careless about my result. I was feeling result will not effect my life any more. I am not much religious. But I was remembering a line from Gita. "Do your work, don't think about result". And I was feeling it in my heart.
 By the way, you may be curious what was my result in the exam. Its quite predictable. It was medium. But today I didn't came to write about how to be successful, I am writing about "How to be happy". And for me happiness is the most important thing in life. Happiness comes when you give your 100%. Not when you get the result.
  The success story where there is full of failure attracts me very much. Once I read a interview of former Indian Cricket caption Sourav Gangooly. He was among the most successful caption for India. But he have many tough time in life. The interview I am talking about the period when he just returned to the team after he was rejected from the team for long 1 year.
The reporter asked "what did you learned  during last one year? Was you sad?"
He replied "I was happier than ever. I learned there is a big life other than Cricket".
It impressed me very much. I learned from failure that there is a bigger life, and in life there are many options. Seeing through every elements of  life is very important aspect to enjoy life at its best.
 
  Getting rid of fear is very important to live a happy life. Happiness is exactly opposite of fear. I have several theories of my own invention to get relief from the fear. In my child hood I used to fear darkness. I used to stay in a hostel in schooldays. In the back of a building we had our toilets. Even though the place had light but still many darkness was there. Moreover there was a rumor that "A Christian ghost stay there". I hard about Ghost. But I don't know why this time it was particular a Christian Ghost. One day I was fade up with my fear and did one experiment. I wanted to know what is there behind the darkness. I went to the most dark place and started staring at it. My legs were shaking. My heartbeat was faster. I was so much scared. But I hold the ground. I could stay up to only one minute. I came back that day. Next day I went again. I could increase the timing, may be two minute. But after one week I totally come out of the fear from darkness. I felt there is no Christian Ghost. And the only thing behind the darkness was a small tree and a wall. Now I don't fear the darkness.
       To be continued......

Tuesday, July 29, 2014

গেঁয়োর বিদেশ যাত্রা !!!

ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম

"খুড়োর ছিল উড়োজাহাজ, কল ছিল তার ভাঙ্গা
সেই জাহাজে চলল খুড়ো শূন্যে পারুলডাঙ্গা।
মাঝ আকাশে গোঁত্তা খেলে
 পড়ল খুড়ো নদীর জলে
লজ্জা এবং অপমানে মুখটি হল রাঙ্গা
নদীর জলে সাঁতরে খুড়োর মনটি হল চাঙ্গা।"

কবিতাটা আমার বেশ প্রিয় ছিল। আজও আছে অবশ্য। বেশ একটা হালকা হাসির কবিতা। তবে আমার বেশ সন্দেহ হয় যে এই কবিতাটা লিখেছিল সে জীবনে কখনও উড়োজাহাজে চড়েছে কিনা। ভাবো কোথাও কিছু নেই খুড়ো উড়োজাহাজ নিয়ে চললেন পারুলডাঙ্গা। এ যেন সাইকেল নিয়ে বাজার যাওয়া। এই উড়োজাহাজ এর কবিতাটা আরও হাসি লাগে যখন থেকে উড়োজাহাজে চড়েছি। 
 
   সে এক ঘটনা। 
 
বেশ ছিলাম। হঠাৎ একদিন খবর এল বিদেশ যেতে হবে। শুনেই তো মনটা নেচে উঠল। বিদেশ যাওয়া মানেই উড়োজাহাজে চড়া। যতই কর বাবা, আর সড়কপথে নয়। এবার উড়োজাহাজেই যেতে হবে। বিদেশ যাওয়ার যা না আনন্দ ছিল তার থেকে অনেক বেশি আনন্দ ছিল প্লেন এ চড়ার সুযোগ পাওয়ায়। কি আনন্দ, কি আনন্দ। আসল ওড়ার আগেই হাওয়ায় উড়ছি যেন। 
  যাই হোক। বিদেশ যেতে গেলে অনেক কাজ থাকে, ব্যাগ গোছানো ছাড়াও। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভিসা করানো। আশেপাশে কোথাও ভিসা করানো যায় না। অগত্যা দিল্লি চল। বেশ ফুর্তি ফুর্তিতে ট্রেনে চড়ে বসলাম। ব্যাস দেখতে দেখতে দিল্লি পৌঁছে গেলাম। এক কলেজতুতো দাদার কাছে থাকার ব্যাবস্থা করে ফেলেছিলাম। তাই থাকা খাওয়ার কোন চিন্তা ছিল না। 
 
  ট্রেন এ একটা মজার ঘটনা হল। এক বাঙ্গালী লোকের সাথে পরিচয় হল। কথায় কথায় জানা গেল সে কোন এক সাধুর ভক্ত যে কিনা আমাদের পারিবারিক গুরুর পরিচিত। আহা কি কাছের সম্পর্ক ! এসব ক্ষেত্রে সেন্টিমেন্ট আমার জানা। লোকজন হঠাৎই কেমন নিজেকে অনেক কাছের মনে করে। আমিও ঝুলে পড়লাম তার সাথে। মানে এক বেলার জন্য। সে বলল সে নাকি এখন সেই সাধুর আশ্রমেই যাচ্ছে। সেখানে নাকি থাকা খাওয়া ফ্রি। ফ্রির জিনিস কে না ছাড়ে। গেলাম তার সাথে। আমাকে তার গুরুর সাথে এমন ভাবে পরিচয় করিয়ে দিল যেন আমি তার কতদিনের পরিচিত। তবে হ্যাঁ গুরু যে খুব কেয়ার করলেন তা মনে হল না। আশ্রমে এমনিতেই লঙ্গর চলছিল। একজন তাতে যোগ দিলে কারো কিছু এসে যাবে বলে মনে হল না। সাধুদের খাবার বলে কথা। বিশুদ্ধ ঘিএর তৈরি। ট্রেনযাত্রার ধকল আর খিদে ছিল  যথেষ্ট পরিমানে। যখন উঠলাম তখন পেট এতটাই ভরে গেছে যে উঠতে পারছি না। বললাম এই আশ্রমে একটু বিশ্রাম নেওয়া যায় না? লোকটা বলল কেন নয়? চল একটা ঘর দিচ্ছি শুয়ে পড়। আহা হাতে যেন চাঁদ পেলাম। একদম নাক ডাকিয়ে ঘুম দিলাম।
 
ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। ধীরে ধীরে পৌছালাম দাদার কাছে। কাজ বলতে ভিসা করান আর ফ্লাইট টিকিট কাটা। মোট পাঁচ দিন লাগবে।
  পরদিন সকালে গেলাম কোরিয়ান এমবাসিতে। দিল্লির এই চাণক্যপুরি এলাকাটা খুবই সুন্দর। একদম শান্ত ছিমছাম। গাছ গাছালিতে ভর্তি। মনেই হয় না দিল্লির মত বড় শহরে আছি। লোকজন কম। আর বিভিন্ন দেশের বিদেশ দফতর। প্রত্যেকে তাদের নিজস্ব স্থাপত্যের ঐতিহ্য অনুসারে ঘরগুলো বানিয়েছে। একটু ঘরাঘুরি করলে মনে হয় পুরো দুনিয়াটা হৃদয়ে অনুভব করলাম।
  কোরিয়ান এমবাসিতে দাঁড়িয়ে আছি। একজন এজেন্ট ফোনে কথা বলছে। আমি মুগ্ধ হয়ে শুনছি। হিন্দিতে একটা হরিয়ানার টান। বড় মধুর লাগে। আর একজন এজেন্টের সাথে কথা বলছে।
"হ্যালো, কাঁহা হ্যাঁ তু?"
"............"
"ম্যা কোরিয়া মে হু, থড়ী দের রুখ, আমেরিকা হোকে আধা ঘন্টে মে ফ্রান্স পউছ রাহা হু"

আহা। দুনিয়াটাকে হাতের মুঠোয় এরাই রাখে ! কথায় কথায় জানা গেল সে বিমান টিকিটও বিক্রি করে। সে তার কার্ড দিল। বলল ভিসা হলে বোলো, তোমার টিকিট করিয়ে দেব।

 সারা দিন দিল্লিতে গলি গলি ঘুরলাম। সাথে একটা ম্যাপ ছিল। কোন অসুবিধা নেই। রাতে ফিরে এলাম দাদার ঘরে। ওরা তিনজন থাকে একসাথে একটা ঘর ভাড়া করে। একজন ছিল যে বিমানবন্দরে কাজ করে। আমি যেন হাতে চাঁদ পেলাম। কখন বিমানবন্দর দেখি নি। ঠিক হল কাল যাব ওর সাথে এয়ারপোর্ট দেখতে। বেশ উত্তেজনায় কাটল রাতটা।
 
   পরদিন গেলাম এয়ারপোর্টে। আমার স্বপ্ন। ছোটবেলা থেকে কত শুনেছি প্নেন আর এয়ারপোর্টের ব্যাপারে। সত্যি এ এক রাজসুয় জজ্ঞ। কি বিশাল। সবাই কি কেতাদুরস্ত। নিজেকে একবার দেখলাম। সবার তুলনায় একটু গ্রামিন গ্রামিন লাগছে। নিজের কনফিডেন্স লেভেলটা একটু বাড়িয়ে নিলাম। (এমন অবস্থায় এ ছাড়া আর কিছু করার নেই)। সুন্দরী সুন্দরী বিমানসেবিকারা যাচ্ছে। যাচ্ছে তো নয় যেন প্রজাপতির মত উড়ছে। যাই হোক মনে মনে একটু শক্তি আনলাম। আর যাই হোক না কেন আমিও কদিন বাদে এদের মতই প্লেনে চাপব।
 
  দাদা একটু আধটু বুঝিয়ে দিল। কোথা থেকে টিকিট পাওয়া যায়, কোথা কি কি আছে। আমি তো অবাক চোখে দেখছি। কি চকচকে চারিদিক। মনে হল সত্তি "ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে"। এর আগে কয়েকবার প্লেন ওঠানামা দেখেছি, তবে দূর থেকে। একবার হায়দ্রাবাদে এয়ারপোর্টের পাঁচিলের উপর উঠে,  আর একবার চেন্নাইএ। দূর থেকে তো দারুন লেগেছিল। কিন্তু এবার এয়ারপোর্ট দেখে সত্তি মোহিত হয়ে গেলাম।
 
  কিছুক্ষণ পর আমার ঘোর কাটল। দাদার ভেতরে ডিউটি ছিল। ও ভেতরে চলে গেল। আমি ভাবছি কি করা যায়। আসলে শুধু বসে থাকতেই দারুন লাগছিল। বেশ নূতন নূতন জিনিস। ট্রলিতে মাল বোঝাই করে সব বের হয়ে আসছে। আর যারা রিসিভ করতে এসেছে তারা কি আনন্দে ফেটে পড়ছে প্রিয়জনকে দেখে। ঠিক যেমন সিনেমাতে দেখায়। একদিকে মুদ্রা বিনিময় কেন্দ্র। ডলার, পাউন্ড, ইয়েন সব চিহ্ন।
ভাবলাম কাজের কাজ একটা কিছু করে ফেলি। আমাকে টিকিট তো কাটতেই হবে। এখনই কেটে নিলে কেমন হয়? সারি সারি সব এয়ারলাইন্সের কাউন্টার। সেখানে সুন্দরী সুন্দরী তরুণীরা টিকিট বিক্রি করছে। এই তো সুযোগ। অন্তত ওদের সাথে কোথা বলার তো একটা সুযোগ পাওয়া যাবে।
 
  একটু ভয় ভয় করছিল। ওদের সাথে স্মার্টলি কথা বলতে হবে। শুনেছিলাম স্পাইসজেট সস্তায় টিকিট দ্যায়। গেলাম ওদের কাউন্টারে। "ক্যান আই হ্যাভ এ টিকিট প্লিজ?" এক নিঃশ্বাসে বলে ফেললাম।
প্রশ্ন এল "কোথায় যাবেন?"
"সিওল"
"কোথায়?!!!"
"সিওল"
"স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, হোয়ের ডু ইউ ওআনা গো?"
"সিওল, ক্যাপিটাল অফ কোরিয়া"
মাতাজী যেন আকাশ থেকে পড়লেন। জীবনে প্রথমবার এরকম প্রশ্ন শুনলেন যেন। হয়ত ভাবছিল কোন গ্রাম থেকে উঠে এসেছে রে বাবা? অথবা,  গুলিয়ে ফেলছিল যে, যে সিওলের সিওলের টিকিট চাইছে সে আর যাই হোক গ্রামের হতে পারে না।
"স্যার অ্যাকচুয়েলি দিস ইস ফর ডোমেস্টিক ফ্লাইট"
হাঃ হাঃ...। বেশ মজা পেলাম। বুঝে গেলাম এখানে কোন কাউন্টারেই সিওল এর টিকিট পাওয়া যাবে না। তাই জেনে বুঝে সবাইকে বিরক্ত করতে লাগলাম। আর সবার অভিব্যাক্তি দেখতে লাগলাম। বেচারা আমাকে গালিও দিতে পারছে না আর সইতেও পারছে না।
   ধীরে ধীরে আমি প্রশ্ন বাড়াতে লাগলাম। আপনার কাছে পাওয়া যাবে না তো কোথায় পাওয়া যাবে? ইত্যাদি। টাইম পাস দারুন হচ্ছিল। বিনা পয়সায়।
  সব কাউন্টার যখন শেষ হল তখন বাইরে এলাম। বাইরে তখন ঝিম ঝিম বৃষ্টি হচ্ছিল। দিল্লিতে দুটো বিমানবন্দর ছিল। একটা ডোমেস্টিক আর একটা ইন্টারন্যাসানাল। এখন মনে হয় একটাই হয়ে গেছে। আমি ছিলাম ডোমেস্টিক টারমিনালে। ভাবলাম ইন্টারন্যাসানালটাও দেখে আসি।
 মুস্কিল হল এই দুটো এয়ারপোর্ট এর মধ্যে কোন বাস বা ট্রেন নেই। ট্যাক্সিই ভরসা। হাতে বেশি টাকা নেই। তাই টাক্সির চিন্তা ছেড়ে দিলাম। তখন ঝিম ঝিম বৃষ্টি পড়ছে। কি করি কি করি? দেখি একটা বাস যাচ্ছে ইন্টারন্যাসানাল টারমিনালে। কিন্তু সমস্যা হল সেটা সাধারন যাত্রীদের জন্য নয়। যারা ডোমেস্টিক ফ্লাইট থেকে নেমে ইন্টারন্যাসানাল এ যাবে তাদের জন্য। এখন দুটো রাস্তা আছে আমার কাছে। এক,  এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথাও গিয়ে বাস ধরে ঘর অথবা এই বাসে কোন রকমে ম্যানেজ করে চড়ে যাও। ভাবলাম দেখাই যাক না চেষ্টা করে। বেশি হলে কি হবে? নামিয়ে দেবে। আমাকে কে আর চেনে এই দিল্লীতে। যেমন ভাবা সে রকম কাজ। চড়ে বসলাম। বেশিরভাগ যাত্রীই বিদেশী। সবার সামনে নামিয়ে দিলে কি অপমানটাই না হবে। একটা ফন্দি আঁটলাম। কন্ডাক্টার এলে বলব জানতাম না। তাই চড়ে বসেছি। আর একবার নিজেকে দেখলাম। অতটা খারাপ দেখতে নই। মানে বললে বিশ্বাস করবে মনে হয়। প্রতিটা মিনিট অনেক লম্বা লাগছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম। আসলে বাসটা ফ্রি সারভিস। আহা কি মজা।
 ইন্টারন্যাসানাল টারমিনাল দেখে তো আমার চক্ষু ছানা বড়া। বাপরে কি বিশাল। এই এয়ারপোর্টটা আরও ফাঁকা ফাঁকা। বাস একদম দুতলা পর্যন্ত পৌঁছে যায়। বাপরে। এতো বড় এতো বড় যে পায়ে হেঁটে শেষই করা যায় না। আমি তো চারিদিকে ঘুরতে লাগলাম।  
 আগে চলন্ত সিঁড়ি দেখেছিলাম। কিন্তু এখানে দেখলাম চলন্ত বেল্ট। কি মজা। করিডর এ হাটতে হবে না, চলমান ফিতায় চড়ে যাও এগিয়ে যাবে। তাও আবার ফ্রি। এই ফ্রির জিনিস আমাদের খুব টানে। আমি তো বার বার চড়লাম। এখানে আবার অনেক বিদেশী লোক।
  আবার সেই টিকিট এর কথা মাথায় এল। ভাবলাম এটা তো আন্তর্জাতিক বিমানবন্দর, হয়ত এখানে সিওল এর টিকিট পাব। আর যদি নাই পাই, মজা তো হবে। যেমন ভাবা তেমন কাজ। অনেক কাউন্টার ঘুরলাম। অবশেষে এয়ার ইন্ডিয়ার কাউন্টার এ গেলাম।
  ওরা একটা মজার কথা বলল। বিমানেও নাকি ছাত্রদের জন্য ছাড় আছে। আমি বাসে ট্রেনে স্টুডেন্ট ডিস্কাউন্ট এর কথা শুনেছিলাম, কিন্তু তা বলে একেবারে বিমান টিকিট এ ছাড়? বলল সফদরজং বিমানবন্দর এ নাকি এয়ার ইন্ডিয়া র অফিস আছে। সেখান থেকে পাওয়া যাবে।
  ব্যস আর কি ? মিশন সফদরজং। হাতে একটা ম্যাপ ছিল। খুঁজে খুঁজে চলে গেলাম। সফদরজং এ গিয়ে একজন কে জিজ্ঞাসা করলাম "দাদা এখানে বিমানবন্দরটা কোথায় বলতে পারবেন?" সে আমার মুখের দিকে কেমন যেন উদাস ভাবে তাকাল। বলল এখানে কোন বিমানবন্দর নেই।
আমিও ছাড়ার পাত্র নই। একদম সোজা ম্যাপ খুলে দেখিয়ে দিলাম। সে তো হতবাক। হাতের কাছে একটা আস্ত বিমানবন্দর আছে আর সে দিল্লির লোক হয়ে জানে না?
 আসলে হয়েছে কি, সফদরজং এ সত্যি একটা বিমানবন্দর ছিল। কিন্তু এখন আর সেটা ব্যবহার হয় না। সে তো আর আমি জানি না, আর সেও জানে না।
  যাই হোক। অবশেষে পৌঁছান গেল এয়ার ইন্ডিয়া র অফিসে। কিন্তু দুঃখের কথা কোরিয়া র জন্য কোন ছাড় নেই। বড় দুঃখ পেলাম।
  ফিরে এলাম ঘরে। দিন চার এর মধ্যে ভিসা পেয়ে গেলাম। এবার যাত্রা শুরু।

দিনটা মোটামুটি মনে আছে। ২৭এ সেপ্টেম্বর ২০১০। সকালে সূর্যটা আর পাঁচটা দিনের মতই উঠেছিল। কিন্তু আমার কাছে এক ব্যাতিক্রমি, এক অন্য সকাল। খুবই উত্তেজিত ছিলাম। কলকাতা বিমানবন্দরে যখন পৌছালাম তখন ঠিক বুঝতে পারছিলাম না আনন্দ করব না দুঃখ করব। একদিকে প্রথমবার বিদেশ ভ্রমন এর অভিজ্ঞতা আর অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এক দিকে বাবা মা কে ছেড়ে যেতে হবে। এক অদ্ভুত মিশ্র ঘোরের মধ্যে সময় কাটছিল। অবশেষে বাবা মাকে প্রনাম করে ঢুকলাম এয়ারপোর্ট এর ভেতর। আমার বোন সবসময় একটা অশ্রু সজল বিদায় জানায় আমাকে।

 একটা শিহরন হচ্ছিল। বুঝতে পারছিলাম না এটা বাস্তব না স্বপ্ন । ধীরে ধীরে গিয়ে ঢুকলাম প্লেন এর মধ্যে। অনেক দিনের অনেক প্রশ্নের সমাধান পেলাম। আগে ভাবতাম এত ছোট প্লেন (দূর থেকে প্লেন ছোটই লাগে) এর মধ্যে লোক ঢোকে কি করে? এখন বুঝলাম এটা ঠিক এতোটা ছোট নয়।
  ফ্লাইট যখন রানওয়ে ছাড়াল তখন আমার শরীর আর মন দুটোই আকাশে। সাথে আবার খাবার দাবার এর  আয়োজন। আহা বড় আরাম। কি খাতির। "হোয়াট উড ইউ লাইক  'স্যর' ?" শুনে তো নিজেকে বেস কেওকেটা লাগছিল। টাকা থাকলে যে এক দিনেই 'স্যার" হওয়া যায় সেটা দেখলাম। আর বেশ মজা নিলাম।
  প্লেনটা ধীরে ধীরে উপরে উঠছে, বাপরে !! মেঘগুলো তো আমার পাশে পাশে। ক্রমশ মেঘের দেশ ছাড়িয়ে অনেক উপরে উঠে পড়লাম। স্বর্গ কি এখানেই কোথাও?

 দু ঘন্টায় দিল্লি। আহা রে। কি মজা কি মজা। বের হয়ে দেখি আরে এই তো সেই ডোমেস্টিক এয়ারপোর্ট। এখান থেকে ইন্টারন্যাসানাল এয়ারপোর্ট এ যেতে হবে। মানে আবার সেই ফ্রি বাস। একদিন এই বাসেই কি ভয়ে ভয়ে চড়েছিলাম। আজ একদম গর্বভরে গেলাম। মাথা উঁচু করে। টাকার কি ক্ষমতা।

সাথে কিছু মালপত্র ছিল। বাস এর হেল্পার কে বললাম "ভাইয়া সামান উঠাও"। এমন নয় যে আমি তুলতে পারতাম না। কিন্তু আজ অনেক দামি প্লেন এর টিকিট আছে আমার কাছে !!! টাকার গরম। নাকি পাগলের গোবধেই আনন্দ !!!

 যাই হোক, আবার বিমান যাত্রা। এবার সাড়ে ন ঘন্টা।

ছোট ফ্লাইট থেকে বড় ফ্লাইট। বাপরে কি বড়। যেন একটা আস্ত ঘর। একসময় সেও উড়ল।

 আমার মন তখন কোথায় যেন হারিয়ে গেছে।

  

  

Saturday, February 22, 2014

অলস সকাল - আজ রবিবার

নিউটনের প্রথম সুত্র বলে "বাইরে থেকে প্রযুক্ত কোন বল দ্বারা বাধ্য না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির আর চলমান বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে।"

   বাপরে সুত্রটা এখনো মনে আছে দেখছি! আরে নিউটন এর সুত্র বলছি বলে আবার ভাববেন না যেন আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করতে বসেছি। আসলে আমি যে কি নিয়ে আলোচনা করতে বসেছি নিজেই জানি না। সত্যি কথা বলতে কি আমার কিছুই বলার নেই।

  একটা রবিবার সকাল (না দুপুর? এখন চারটে বাজে)।
অত্যন্ত অলস দিন বলতে যা বঝায় তাই। ঘুম থেকে দুপুর দুটোর সময় উঠে মনে হচ্ছে যেন দুনিয়াকে ধন্য করে দিয়েছি। সেই যে উঠেছি তার পর থেকে বসেই আছি। না শুধু বসে নেই। সাথে ল্যাপটপ, আমার বন্ধু, আমার শত্রু, আমার দুনিয়া। বসে আছি তো বসেই আছি।

   এখন একটা অদ্ভুত ক্ষমতা হয়েছে। কিছু না করেই আমি সময় কাটাতে পারি। এক যায়গায় বসে বসে। শুনেছি প্রাচীন কালে মুনি ঋষিদের এই ক্ষমতা ছিল। তারা যখন ধ্যানে বসতেন তখন নাকি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন এক যায়গায়। শুধু কি ঘন্টা? শুনেছি এক মুনি নাকি এমন ধ্যানে বসেছিলেন যে তার চারিদিকে উইএর ঢিবি হয়ে গিয়েছিল। এখনকার দিন হলে অবশ্য এটা হতে পারত না। সরকারের লোক এসে ঠিক উই মারার তেল ছড়িয়ে দিয়ে যেত।
 
 আর এক মুনি তো এক বট গাছের তলে বসে বসেই এমন ধ্যান করলেন যে প্রায় মরতে বসেছিলেন।কোন এক নারি একবাটি পায়েস দিয়ে বাঁচিয়েছিলেন। মুনি ঋষিরা বসে বসে অনেক কিছু বিচার করতেন। তা থেকে অনেক ভাল ভাল কিছু উৎপন্ন হত। যেমন হয়েছিল রামায়ন, যেমন বৌদ্ধ ধর্ম। যারা এসব করতেন তাদের বিশেষ নামে ডাকা হত। মহাপুরুষ।মহামানব। তারা ছিলেন বিশেষ বার্তাবাহক।ইংরেজিতে "Messenger" কালের বার্তা। যুগের বার্তা। মানবজাতির বার্তা।

 কথায় বলে, "ইতিহাসের পুনরাবৃত্তি হয় ( History repeat itself)" । তা সত্যি। বার্তাবাহকরা আবার ফিরে ফিরে আসছেন। শুধু আসছেন ই না, অনেক অনেক আসছেন।  তবে ছোট্ট একটা পার্থক্য। এনারা মানব বা মহামানব নন। আসলে প্রাণীও নন। যন্ত্র। এনারা হলেন, "Whatsapp", "Yahoo Messenger", "MSN", "Skype", "Google Messenger", "Viber" ...... শুধু গুনতে যাও... শেষ হবে না। মানবজাতির শুরু থেকে গত পাঁচ হাজার বছরে যত বার্তাবাহক এসেছেন শেষ পাঁচ বছরে তার চেয়ে অনেক বেশি Messenger এসে গেছে।

  এখন বার্তা বাহকের (Messenger) কম নেই কম শুধু বার্তার। এমন এক বার্তা যা মানবজাতিকে ফের ঠিক রাস্তা দেখাতে পারে।

চল ছাড়। এমন গম্ভীর কিছু বলার জন্য আমি বসি নি। কিন্তু কি বলার জন্য বসেছি? কিছুই না।

আসলে এই রবিবারটা খুব মজাদার। সকাল সকাল ঘুম থেকে ওঠার কোন তাড়া নেই। না তাড়া আছে ঘুম থেকে উঠে কিছু করার। বেশ স্বাধীন স্বাধীন লাগে। বিশেষ করে যখন একা একা তখন তো কোন কথাই নেই। মনে হয় যেন রাজা। ঘরটা আমার সাম্রাজ্য। এই বিছানাটা, ওই কাপড় জামা রাখার ফ্রেমটা (হ্যাঁ, ফ্রেমই, আমার কোন আলমারি বা আলনা নেই) , রান্নার গ্যাস স্টোভ, মাইক্রো ওভেন, জুতো রাখার র‍্যাকটা, ফ্রিজ, আর এই ল্যাপটপটা। সবাই আমার খুব বাধ্য। আমার অনুমতি বিনা কেও নড়াচড়া করে না।

  আর ল্যাপটপটা তো আমার অল ইন ওয়ান মন্ত্রি। আমার গান শোনায়, খবর শোনায়, সিনেমা দেখায়, হিসাব কষে... কি কি যে করে তার কোন শেষ নেই। শুধু অর্ডার দাও। কোন প্রতিবাদ নেই, কোন চিকমিক নেই। সোজা নির্দেশ পালন। আহা। কি বাধ্য। এমন সাম্রাজ্য কোন রাজা পেয়েছে বলে আমি জানি না। এমন শান্তি, এমন সুখি প্রজা। কোন অভিযোগ নেই। কোন বিদ্রোহের ভয় নেই, নেই কোন সাম্রাজ্য পতনের আশঙ্কা। অপার শান্তি।

  এই তো চাই আমরা জীবনে।

দেখ, কিছু বলার নেই তাতেই এতো কথা বলে ফেললাম। বাপরে। হ্যাঁ, ইতিমধ্যে আর একটা মহান কাজ করে ফেলেছি। চা বানিয়ে ফেলেছি। আহা, গরম চায়ে চুমুক, সাথে গান, খবরের কাগজ পড়, ফেসবুক, চ্যাটিং, আড্ডা। জীবন কি সুন্দর।
  অনেক লিখে ফেলেছি। আজ আর না। কুঁড়েমি শিরায় শিরায় ঘিরে ধরছে। মন বলছে একটু রেস্ট নে। তবে হ্যাঁ একটা কাজ আছে ।একটু রান্না করতে হবে। গান তো চালুই আছে। গান শুনতে শুনতে রান্না, আলসেমি করে খাওয়া, আর দিনভর বসে শুয়ে কাটানো। আজকের প্ল্যান আপাতত এটুকুই।

শুরুতেই নিউটনের সুত্র বলেছিলাম না। এখন বোঝা গেল কেন বলেছিলাম? মনে হচ্ছে ওটা আমার উপর ও প্রয়োগ হয়েছে। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে আজ আর আমার অবস্থান এর কোন পরিবর্তন হচ্ছে না।

রবিবার সবার ভাল কাটুক।
  

Tuesday, February 11, 2014

I am what I am

Time comes in life when you suddenly found that the way you live is being questioned.

 For example you have a certain pace/speed of moving in your life. Now the point is it doesn't match with anybody in the universe. And before you completely understand the situation you will be tagged as either "Slow" or "Fast".

Funny thing is, it is true that you are either faster than someone and or slower than someone. So the tag is not false. But the question is what will you do with that tag? You will be impressed or depressed? Difficult question. Interesting thing is that for the same pace you get two opposite tag. And more funny thing is if you change yourself thinking that it will solve the problem, tuning yourself in a different pace you notice that, that particular pace is also not matching with others. Still you are either faster or slower than others. 

He he.. you gave a great effort, changed yourself and still the result is same. And now you got a new tag "One who always change pace" Its a puzzle. There is no way out of it. Your pace is your pace. What you can do is what you can do. How you look to others are depend on the color of spectacle they are using. 

Is it not true that the universe look beautiful because we are different form each other? Is it not true that even we try we cannot be each other? 

Everybody born and grow up in different situation. The value of life we set in our life as a reference come from your experience which is different from each other. 

Is it not beautiful that everybody think differently? Is it not amazing that all the elements of this universe like sun, moon, planets, stars, galaxy being so unique form this universe. 

I am just a traveler in this endless time scale existing for a very short time. I have no time to decide what is good what is bad. I can just see things. I can enjoy. I can be happy.   
Sorry I have no time to be sad.