কাটাকুটি
কাঠুরেতে কাঠ কাটে, ছড়া কাটে কবি,
সিন্ধেলেতে কাটে সিন্ধ, এটা তার হবি।
প্যাঁচে প্যাঁচে কাটে ঘুড়ি, ব্যায়ামেতে ভুঁড়ি,
নাপিতেতে কাটে চুল, করাতেতে গুঁড়ি।
বেসুরোতে তাল কাটে, আলো কাটে কালো,
জ্ঞান পেলে কাটে ভুল, মন্দয় ভাল।
মেছুনিতে মাছ কাটে, গাঁট কাটে চোরে।
সুখ পেলে কাটে দুখ, রাত কাটে ভোরে।
বাজারেতে মাল কাটে, বসে বসে কাল।
কাস্তেতে কাটে ধান, শ্রমিকেতে খাল।
গুনে গুনে কাটে দিন, বিষে কাটে বিষ
ক্ষয়ে গেলে পেনসিল ছুরি কাটে শিষ।
চ্যাঁচানিতে ঘুম কাটে, দুধ কাটে টকে
নরুনেতে নখ কাটে, দাগ কাটে চকে।
তলোয়ার কাটে সব, বোঁটি কাটে শাক
পথ কাটে বিড়ালেতে, অপমানে নাক।
No comments:
Post a Comment