Sunday, October 30, 2016

এমনি একটা বিকেল

আমাদের দেশে হেমন্ত কালটা আছে বটে তবে শরৎ আর শীতের মাঝে ঠিক অনুভব করা যায় না। এখানে হেমন্ত কালটা বেশ বোঝা যায়। যদিও হেমন্ত কালের সঠিক অনুবাদ Autumn হয় কিনা ঠিক বলা যায় না। এখানে গাছের পাতাগুলো নানা রঙ্গে পালটে যায়। লাল হলুদ গেরুয়া, আরও কত কি। অপরূপ সুন্দর হয়ে যায় চারদিক। আমার বাড়ির কাছে একটা পাহাড় আছে। সেখানেও চারদিকে দারুন রঙ্গে ভরে ওঠে। এই সপ্তাহে ভেবেছিলাম সেই রঙ এসে গেছে। তাই ছবি তুলতে গিয়েছিলাম সেখানে। কিন্তু গিয়ে দেখলাম এখনও ভালভাবে সব গাছে রঙ আসে নি। একটু হতাশ হলাম । তাই শহর থেকে একটু দূরে যেতে ইচ্ছা করল।
যেমন ভাবা তেমনি কাজ। ঠান্ডা একটু বেড়েছে বটে। পাড়ি দিলাম শহর থেকে দূরে। শিওল শহরের উত্তরে, উত্তর কোরিয়ার সিমানার কাছে একটা ছোট শহর বা গ্রাম পাজু। গ্রামের দিকে এলাম অনেক দিন পর। সদ্য ধান কাটা হয়েছে। চারিদিকে সেই চেনা ধানের গন্ধ। আহা আমার ছোটোবেলার গন্ধ। মন কেমন করছিল ঘরের জন্য। আজ সেখানে সবাই বাজি পোড়াচ্ছে। দেওয়ালি যে আজ। মাঠের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা। আর থাকতে পারলাম না। নেমে পড়লাম ফাঁকা ক্ষেতে। একটু দূরে লঙ্কা, তিল, বাঁধাকপির ক্ষেত। হাত দিয়ে ছুয়ে দেখলাম। স্মৃতির চাকাটা অনেক ঘুরে গেল।
সন্ধ্যা হয়ে আসছিল। ঠান্ডা বাড়ছিল। দূরে পাহাড়ের কোলে আজকের মতো বিদায় নিচ্ছিল রবিমামা।
ঘরে ফিরতে হবে।















No comments:

Post a Comment