Saturday, November 5, 2016

দিনলিপি - জেবুদো (জেবুদ্বীপ)

২০১৬/১১/০৫
আজ শনিবার। কাল থেকে অনেক পরিকল্পনা করেছিলাম আজ ক্রুতিকে নিয়ে যাব ইনছন তারপর ফিরে আসব ল্যাব শেষ করে। কারন শনিবার তাড়াতাড়ি ল্যাব শেষ হয়ে যায়। তা ছাড়া আর একটা মজার জিনিষ করার ছিল। ভেবেছিলাম শনিবার রাস্তায় ট্রাফিক কম থাকে তাই এক ঘন্টার মধ্যে পৌছে যাব ইনছন। 
গাড়ি নিয়ে বের হলাম অনেক আশা নিয়ে যে ফাঁকা রাস্তায় সাঁই সাঁই গাড়ি চালাব। কিন্তু সব আসায় জল ঢেলে রাস্তায় এত ভিড় যে গাড়ি ধিরে ধিরে চলতে লাগল। যাই হোক, আমি আবার কায়দা করতে গিয়ে হাইওয়ে ছেড়ে অন্য রাস্তায় ঢুকলাম তাড়াতাড়ি যাবার জন্য। কিন্তু সে আবার হিতে বিপরীত। আরো জ্যাম আর ট্রাফিক। মেজাজ অত্যন্ত বিগড়ে গেল। অনেক কষ্টে নিজেকে ঠিক রাখলাম। সবচে বড় ব্যাপার এতই দেরি হল যে ল্যাবে ১২ টার পর পৌছালাম। 
যাক, যা হবার হয়ে গেছে। ল্যাবে তো পৌছনো গেল না। ক্রুতি একটা আইডিয়া দিল। আমরা রেষ্টুরেন্টে খাব। খেলাম আরবিক্সএ। সলমন মাছ। আর বিরিয়ানি রাইস। 
তারপর আইডিয়াটা এল আমার মাথায়। দূরে কোথাও বেড়াতে যাওয়া যেতে পারে। একটু গ্রাম দেখে। ম্যাপ খুলে দেখলাম ৫০-৬০ কিলোমিটারের মধ্যে একটা ছোট দ্বীপ আছে। ব্যাস বেরিয়ে পড়লাম। 
সুন্দর ছিল এই সফর।
























No comments:

Post a Comment