ডিয়ার িZ নদেগি,
যখন তুমি বলেছিলে বড় নোট পাল্টে ফেললে অন্তত ভারতের মধ্যে থাকা কাল টাকা শেষ হয়ে যাবে, সৎ (অন্তত তুমি তাই বলেছিলে) ও সাদা টাকাধারি সাধারণ মানুষের শত অসুবিধা সত্ত্বেও আমি তোমাকে সমর্থন করেছিলাম।
অনেক বড় বড় অর্থনিতিবিদ (যার মধ্যে নোবেলজয়ী অর্থনিতিবিদ ডঃ অমর্ত সেনও আছেন) যখন বলছেন যে এই সিদ্ধান্ত ভারতের অর্থনিতিতে দীর্ঘমেয়াদী খারাপ ছাপ ফেলবে তখনও আমি তোমাকে সমর্থন করেছিলাম। কারন ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে সৎ পথে কামানো ডাল ভাত অসৎ পথে কামানো বিরিয়ানির থেকে ভাল।
আমি আর আরও লক্ষ লক্ষ লোক, যারা কোন দোষ না করা সত্ত্বেও হাসিমুখে ব্যাঙ্কএর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র এটাই চেয়েছিলাম যে তুমি কালটাকাধারিদের শাস্তি দাও।
কিন্তু ডিয়ার িZ নদেগি,
আমরা ভগ্নহ্রিদয়ে দেখছি সংসদে কালো টাকা ধারিদের মাফ করার জন্য বিল পাস হচ্ছে। কালো টাকার ৫০ % সরকারকে দাও আর কালো টাকা সাদা? এই কারনেই কি তুমি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা লোকেদের সীমান্তে পাহারারত সৈনিকদের সাথে তুলনা করেছিলে? এটাই কি তোমার সৈনিকদের প্রতি তোমার সম্মান? একজন আতঙ্কবাদীকে ধরো, সে তার দোষ স্বীকার করুক আর তাকে যেতে দাও?
ডিয়ার িZ নদেগি,
আমি জানি যে তুমি বলেছো তুমি ওই টাকাগুলো গরীব লোকেদের জন্য খরচ করবে। কিন্তু দয়া করে বোঝার চেষ্টা করো আমাদের (এমনকি গরিবদেরও) টাকা কম নেই, আমাদের যেটা কম ছিল আর যেটা তুমি দেবে বলে অঙ্গীকার করেছিলে সেটা হল সম্মান।
একটা চোর আমাদের টাকা নিয়ে পালিয়ে গেল। তুমি এসে আমাদের পেটালে চোরটাকে ধরার জন্য, আমরা ছুটে গিয়ে চোরটাকে ধরলাম, তখন তুমি চোরটাকে বললে চুরির মালের অর্ধেক আমাদের দিয়ে পালিয়ে যেতে?
ডিয়ার িZ নদেগি,
তুমি যখন তোমার ছাতির পরিধি শুনিয়েছিলে আমরা ন্যানোমিটারের চেয়ে কম দৈর্ঘ মাপতে সক্ষম হওয়া সত্তেও তোমাকে সন্দেহ করিনি। কিন্তু আমার বিনিত নিবেদন এই যে তোমার কাছে আরও ৩০ দিন মত আছে (তুমি ৫০ দিন চেয়েছিলে), টাকার সাথে আমাদের সম্মানটা ফিরিয়ে এনে দাও। নাহলে.........!!! নাঃ আমাকে বলতে হবে না নাহলে কি হবে !!!
এই ব্যাপারে আমি তোমারই উদ্ধৃতি (বানানটা ঠিক করে টাইপ করা গেল না) তুলে ধরতে চাই " আমার প্রিয় দেশবাসি, আমাকে ৫০ দিন দিন, আমি
আপনারা যে রকম ভারতবর্ষ চান সে রকম ভারতবর্ষ আপনাদের দেব। না হলে আপনারা যে চার রাস্তার মোড়ে এসে দাঁড়াতে
বলবেন আমি সেই চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াব আর যে সাস্তি দেবেন মাথা পেতে নেব।"
ডিয়ার িZ নদেগি,
আমি তোমাকে ভালবাসি। দয়া করে নিজের অঙ্গীকার পুরন করো। না হলে ভালবাসার মানুষকে কিছু করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে।
Dear Zindagi,
When you promised that changing the big notes will end the black money, at least which is present inside India, despite the problems of white money holder honest (You told this) and common people I supported it.
Despite the fact that many well known Economists (Including Noble prize winner Dr Amarta Sen) are saying that due to this decision India will have to face long term negative effect on Indian Economy, I supported the decision. Because from the childhood we are taught to have simple rice and dal by earning honestly than eating biriyani earning by other way.
Me and other millions of people, who have done no wrong and still standing in the long queue towards the bank counter with smile in face, just wanted that you will punish the black money holders.
But what is this dear Zindagi? We saw bills are passing just to forgive the culprits. Give 50% of your black money to government and its white? Is this the reason the people were standing in the queue were compared with soldiers in the border? This is how you respect the soldiers? Catch a terrorist, just let him/her confess the terror and let them go?
Dear Zindagi, I know you told that you will spend those money for the poor, but please understand we dont lack food or money (Yes even the poor), what we were lacking and you promished to fulfill is dignity.
A thief stole our money, you beat us to chase the thief, and when we caught him/her you just asked the thief to give the half of the stolen thing to us and let them go?
Dear Zindagi,
When you announced the circumference of your chest we didn't doubt it despite the fact that we can measure even less than nanometer scale. But I humbly request you that you have still ~30 days left (You asked 50 days) and please bring us back our respect not only the money. Otherwise ........!!! Sorry I dont have to say what will be Otherwise !!!
Because even you told that also I just want to quote you "Give me 50 days. I shall give you what kind of India you want. Otherwise I shall come to the crossroad where you want and I shall take the punishment what you give me".
Dear Zindagi,
We love you please fulfill your promise. Otherwise it will be very difficult for us to do something whom we love.
No comments:
Post a Comment